মহাপুরম উচ্চ বিদ্যালয়

স্থাপিত: ১৯৫২ খ্রিঃ. EIIN: 107766, Inst. Number: 0408021301
ঠিকানা-রামহরি পাড়া, নানিয়ারচর, রাঙ্গামাটি, ফোন : ০১৮১২৫৭২৯৩৫, ই-মেইল : info@mohaphs.edu.bd

বাংলা ডোমেইন: মহাপুরমউচ্চবিদ্যালয়.বাংলা

বিদ্যালয়ের ইতিহাস

রাঙ্গামাটি পার্বত্য জেলার অন্তর্গত নানিয়ার চর উপজেলাধীন ৩নং বুড়িঘাট ইউনিয়ন, ৭৮নং বগাছড়ি মৌজা, রামহরি পাড়া গ্রামে অবস্থিত মহাপুরম উচ্চ বিদ্যালয়টি একটি ঐতিহ্যবাহী ও প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান। পার্বত্য চট্টগ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ ও বৌদ্ধ ধর্মীয় গুরু শ্রীযুক্ত বাবু-চিত্ত কিশোর লারমা মহোদয় (মানবেন্দ্র নারায়ন লারমা ও জ্যােতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা’র বাবা) ১৯৩৩খ্রীঃ বিদ্যালয়টি ছোট মাউরুম নদীর তীরে ME( MEDLE ENGLISH) বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠা করেন।

ছোট মাউরুম নদীর তীরে অবস্থিত বলে বিদ্যালয়টির নামকরন করা হয় ছোট মহাপুরম (কিছুটা পরিবর্তিত)। পরে যে কোন কারনে ছোট শব্দটা বাদ দিয়ে শুধুমাত্র মহাপুরম নামটি স্থায়ীভাবে রূপলাভ করে। প্রতিষ্ঠাকাল থেকে ১। বাবু-বরদা কুমার খীসা (হেডম্যান), গ্রাম-রামহরি পাড়া ২। বাবু-নবীন কুমার খীসা, গ্রাম-রামহরি পাড়া ৩। বাবু-ধন্যারাম চাকমা, গ্রাম-কৃষ্ণমাছড়া ৪। বাবু-মদন মনি চাকমা, গ্রাম-হাতীমারা প্রমুখ মহোদয়গণের সার্বিক সহযোগীতায় প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বাবু-চিত্ত কিশোর লার্মা মহোদয় ০১/০১/১৯৫২খ্রীঃ বিদ্যালয়টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করেন । ২১/০৯/১৯৫৫খ্রীঃ তারিখে তৎকালীন জনশিক্ষা উপ-পরিচালক কর্তৃক বিদ্যালয়টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি  লাভ করে। ০১/০১/১৯৭৭খ্রীঃ তারিখ মানবিক বিভাগে নবম শ্রেণী খোলার অনু্মতি দানের পর ০৭/০৩/১৯৮৪খ্রীঃ তারিখে মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহনের জন্য কুমিল্লা শিক্ষাবোর্ড কর্তৃক স্থায়ীভাবে অনুমোদন প্রদান করা হয় । ১০/১২/১৯৮৪খ্রীঃ তারিখ বিদ্যালয়টি ব্যানবেইস কর্তৃক MPO ভুক্তির অনুমোদন দেওয়া হয়। ০১/০১/২০০২খ্রীঃ তারিখ হতে বিজ্ঞান বিভাগ ও ০১/০১/২০১৫খ্রীঃ তারিখ হতে ব্যবসা শিক্ষা শাখা খোলার অনুমতি শিক্ষাবোর্ড চট্টগ্রাম কর্তৃক প্রদান করা হয়। বর্তমানে বিদ্যালয়ে মানবিক, বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা শাখা চালু রয়েছে। বিগত বছরে বিদ্যালয়ের পাবলিক পরীক্ষার ফলাফল JSC শতভাগ এবং SSC-২০২৩ এ পাশের হার ৯৪.৮৭%।