বিজ্ঞপ্তি।
প্রকাশিত হয়েছে: ৩০ সেপ্টেম্বর ২০১৯ | পড়া হয়েছে 64 বার
এতদ্বারা সকল শ্রেণী শিক্ষার্থীদের অবগতি জন্য জানানো যাচ্ছে যে,আগামি ৫অক্টোবর-২০১৯খ্রিঃ হতে ১৩অক্টোবর-২০১৯খ্রিঃ পযর্ন্ত পবিত্র দূর্গাপূজা,লক্ষ্মীপূজা ও পবিত্র প্রবারনা পূর্ণিমা উপলক্ষে বিদ্যালয় বন্ধ থাকবে।আগামি ১৪অক্টোবর-২০১৯খ্রিঃবিদ্যালয় পূনঃহবে এবং যথারীতি শ্রেণী কার্যক্রম চলবে।তাই উক্ত তারিখ হতে সকল শিক্ষার্থীকে বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া গেল।
বিদ্যালয় কর্তৃপক্ষ।